বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় গত সোমবার। ওইদিন সন্ধ্যায় আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তারের সভাপতিত্বে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুজিবুল হক, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন।
আইন বিভাগের সহকারী অধ্যাপক আসমা আল আমিনের সঞ্চালনায় আইন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি























































