সুুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ব্যাটে বড় রান নেই, চার-ছক্কার ঝড় নেই। সিরিজ শুরুর আগে শিমরন হেটমায়ারকে নিয়ে কত সমালোচনা! তরুণ ব্যাটসম্যানের পাশে দাঁড়ালেন অধিনায়ক কাইরন পোলার্ড। হেটমায়ার দিলেন সেটির প্রতিদান। চোট পাওয়া অধিনায়কের অনুপস্থিতিতে করলেন ঝড়ো ফিফটি। সঙ্গে ডোয়াইন ব্রাভো, রাসেলদের অলরাউন্ড পারফরম্যান্সে পাত্তাই পেল না অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জয় ৫৬ রানে। টানা দুই দিনের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ক্যারিবিয়ানরা এগিয়ে ২-০তে। এরপর ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ের আর অস্ট্রেলিয়ার টিকে থাকার লড়াই বাংলাদেশ সময় কাল মঙ্গলবার ভোরে।
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৯৬/৪ (সিমন্স ৩০, ফ্লেচার ৯, গেইল ১৩, হেটমায়ার ৬১, ব্রাভো ৪৭*, রাসেল ২৪*; স্টার্ক ৪-০-৪৯-০, হেইজেলউড ৪-০-৩৯-১, অ্যাগার ৪-০-২৮-১, জ্যাম্পা ৪-০-৩৬-০, মিচেল মার্শ ২-০-১৮-১, ক্রিস্টিয়ান ২-০-২২-০)।
অস্ট্রেলিয়া : ১৯.২ ওভারে ১৪০ (ওয়েড ০, ফিঞ্চ ৬, মার্শ ৫৪, ফিলিপি ১৩, হেনরিকেস ১৯, ম্যাকডারমট ৭, ক্রিস্টিয়ান ৯, অ্যাগার ১, স্টার্ক ৮*, জ্যাম্পা ৩, হেইজেলউড ৪; কটরেল ৩-০-২২-২, এডওয়ার্ডস ১.৫-০-৮-১, সিমন্স ০.১-০-১-০, রাসেল ৩-০-২২-১, ব্রাভো ৩-০-২৯-১, অ্যালেন ৪-০-২২-০, ওয়ালশ ৪-০-২৯-৩, গেইল ০.২-০-১-১)। খবর বিডিনিউজের