সুপ্রভাত ডেস্ক »
নায়ক-সংগঠক ইলিয়াস কাঞ্চনকে সিনেমার বাইরেও দেখা গেছে রাজপথে; বিপ্লবীর বেশে। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন নিয়ে তিনি এখনও কাজ করে চলেছেন অবিরাম।
এবার তাকে দেখা যাবে দরবেশের বেশে ইসলাম প্রচারক হিসেবে! তবে তা বাস্তবে বা সিনেমায় নয়, একটি বিশেষ নাটকে তিনি হাজির হচ্ছেন এভাবে।
এইচ এম বরকতুল্লার পরিচালনায় বৈশাখী টিভিতে আগামী ১২ নভেম্বর রাত সাড়ে আটটায় প্রচার হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত বিশেষ নাটক ‘দরবেশ’।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এ দরবেশ কোনও সাধারণ কেউ নন; কুরআনের দরবেশ! যিনি কুরআন নিয়ে নাটক লিখেন জান্নাত প্রত্যাশী সাধারণ মানুষের জন্যে। তিনি মনিরাজপুরে এসে আস্তানা গেড়েছেন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত মানুষকে কুরআনের আলোয় আলোকিত করে জান্নাতগামী করার জন্যে। বিপরীতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের মাতবর! শুরু হয় নাটকের নতুন মোড়।
‘দরবেশ’ নাটকটি রচনা করেছেন শাহ আলম নূর। এতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, লিটন খন্দকার, আঁখি, এজি বিদ্বান প্রমুখ।