অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাফুফের ৪ কর্মকর্তাকে ফিফার শাস্তি

বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক সোহাগ।

সুপ্রভাত ডেস্ক »

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চার কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় এই নিষেধাজ্ঞাসহ জরিমানা করা হয়েছে। পাশাপাশি একজনকে সতর্ক করেছে সংস্থাটি।

এর মধ্যে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ৩ বছরের জন্য নিষিদ্ধ ও একইসাথে ২৫ লাখ ৬০ হাজার টাকা (২০ হাজার সুইস ফ্রাঁ) জরিমানা করা হয়েছে। আর সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীকে ১২ লাখ ৮০ হাজার টাকা (১০ হাজার সুইস ফ্রাঁ) জরিমানা করেছে ফিফা।

এছাড়া সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে পৃথকভাবে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দু’জনকেই ১২ লাখ ৮০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এদিকে বাফুফের প্রকিউরম্যান্ট এবং স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকে সতর্ক করে প্রশিক্ষণ নেয়ার নির্দেশ দিয়েছে ফিফা।

আবু নাঈম সোহাগ, আবু হোসেন ও মিজানুর রহমানকে আগেই চাকরিচ্যুত করেছে বাফুফে।