নিজস্ব প্রতিবেদক »
গবেষক, গুরুত্বপূর্ণ সাহিত্য প্রকাশনা ও সাময়িকীর সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল ঢাকার ইউনাইটেড হাসপাতালে বৃহস্পতিবার (২২ জুলাই) ভোর ৬টায় মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
ভূঁইয়া ইকবালের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা’, ‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’, ‘পূর্ববঙ্গে রবীন্দ্র-বক্তৃতা’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়’, ‘শামসুর রাহমান: নির্জনতা থেকে জনারণ্যে’, ‘আনিসুজ্জামান: সমাজ ও সংস্কৃতি’ । প্রবন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য ২০১৪ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
অধ্যাপক ভূঁইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পড়া শেষ করে ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন তিনি।