নিজস্ব প্রতিনিধি, টেকনাফ »
৪ লাখ ১০ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্রসহ একটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের ৫ জনকে আটক করেছে র্যাব। আটক পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্য। তারা হলেন- আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, ইলিয়াছ, সাহেদ, মো. আয়াছ ওরফে আজিজুল ও সাইফুল ইসলাম। এর মধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি তিনজন বাংলাদেশি।
গতকাল শনিবার দুপুরে র্যাব-১৫-এর কক্সবাজার সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।
খায়রুল ইসলাম সরকার বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন সাধারণ মানুষকে বন্ধক রেখে ও কিস্তিতে ইয়াবা দিতো। সময়মতো টাকা না দিলে বন্ধক রাখা ব্যক্তিকে নির্যাতন ও হত্যা করা হতো। উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইয়াবা পাচার ও বিভিন্ন অপরাধে জড়িত এ গ্রুপ। নবী হোসেনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল বিজিবি। তাকে ধরতে র্যাবের গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছিল।’
তিনি বলেন, ‘এরই মধ্যে নবী হোসেন গ্রুপের হাতে নির্যাতিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সর্বশেষ মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে ২৬ আগস্ট শুক্রবার উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে নবী হোসেন গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চার লাখ ১০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি রাইফেল, বিদেশি পিস্তল, এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে মূলহোতা নবী হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’