সুপ্রভাত ডেস্ক >>
আগামী রোববার (১ আগস্ট) থেকে রপ্তানিমুখী সকল কলকারখানা খোলার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক নোটিশে বলা হয়, ঘোষিত দিন থেকে রপ্তানিমুখী সকল শিল্প কারখানা চলমান কোভিড-১৯ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
এর আগে দেশে মহামারি পরিস্থিতির অবনতি হওয়ায় ১৪ দিনের কঠোর লকডাউন দেয় সরকার। ঈদের পর থেকে কঠোরভাবে চালু হওয়া এ লকডাউনের আওতায় বন্ধ রাখা হয় শিল্প কারখানা। এরপর কারখানা খুলে দিতে সরকারের প্রতি আহবান জানান ব্যবসায়ী নেতারা। তারপরই এ সিদ্ধান্তের কথা জানানো হলো।
পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ-সহ দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর নেতৃত্ব কারখানা চালুর অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার।