হামলায় জড়িতদের দ্রুত শাস্তি দাবি

মানববন্ধন-সমাবেশ

মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও রংপুরসহ সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে বিক্ষোভসহ মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড, জেলা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা একেএম আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু।
হামলা-লুটপাটের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সাধন চন্দ্র বিশ্বাস, খোরশেদ আলম (যুদ্ধাহত), এফ.এফ আকবর খান, আবদুর রাজ্জাক, মো. বোরহান উদ্দিন, মো. নুরুল আলম, মো. নূর উদ্দিন, কাজী নুরুল আবছার, ট্রেড ইউনিয়ন নেতা তপন দত্ত, সাংবাদিক রনজিত কুমার শীল, মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, সরওয়ার আলম চৌধুরী মনি, সাহেদ মুরাদ সাকু, কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল ও কামরুল হুদা পাভেল।
আবৃত্তি সমন্বয় পরিষদ
দেশের বিভিন্ন স্থানে মন্দিরে পূজাম-পে হামলা, হত্যা, নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নারী অধিকার উপকমিটির আয়োজনে চট্টগ্রাম চেরাগি চত্বরে ২৭ অক্টোবর প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাসকিয়াতুন নূর তানিয়ার সঞ্চালনায় এবং কংকন দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা পরিষদ চট্টগ্রামের সাবেক সভাপতি নূর জাহান খান।
সমাবেশে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী নিশাত হাসিনা শিরীন, দিলরুবা খানম, কিশোয়ার জাহান তুলি, পুষ্পা সর্ব্ববিদ্যা, পলি ঘোষ, শ্রাবন্তী বড়–য়া, লিপী সেন, নূসরাত জাহান পুস্পা, অজন্তা বর্মা, দিপান্বীতা চৌধুরী, ফাল্গুনী ঘোষ, কানিজ ফাতেমা, জয়া চৌধুরী, ফাইরুজ নাওয়াল দুর্দানা, সানজিদা রহমান, অনুকা গুহ, পূজয়িতা দত্ত, অর্পিতা পাল। দলীয় পরিবেশনা করেন সূচয়ন ললিত কলা কেন্দ্রের শিল্পীরা।
সমাবেশে বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, নরেন আবৃত্তি একাডেমি, নির্মাণ আবৃত্তি অঙ্গণ, শব্দনোঙ্গর আবৃত্তি সংগঠন, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, সূচয়ন ললিতকলা কেন্দ্র, স্বরনন্দন, কল্কনীড় বাচিক শিল্প চর্চা কেন্দ্র, স্বদেশ আবৃত্তি সংগঠন, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, স্পৃহা আবৃত্তি নীড়, ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী, ঐকতান পরিবার, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, দর্পণ সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ, সন্দীপনা আবৃত্তি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বন্দর থানা পূজা উদ্যাপন পরিষদ
সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বন্দর থানা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। বন্দর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক দত্ত ও সাধারণ সম্পাদক রতন দাশের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন পরিষদ কর্মকর্তা পীযুষ চৌধুরী, প্রকাশ দেবনাথ, মান্না দত্ত, সুভাষ ধর, মুকুল চৌধুরী, অংকুর দত্ত, অজিত চক্রবর্তী, অনিক চক্রবর্তী, অলক দাশ (বাবু), বিকাশ দাশ, গঙ্গা দাশ, ধনপতি দাশ, প্রদীপ দাশ, লিটন দাশ, তপন দাশ, ফেজুরাম দাশ, হিরেন্দ্র মোহন দাশ, খোকন দাশ, অভি দে, জেকি, অপু মজুমদার, রাহুল দাশ, নিলু দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি