নিজস্ব প্রতিবেদক :
হাটহাজারী থানাধীন বড়দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭। স্থানীয় চিশতিয়া সিএনজি রি-ফুয়েলিং এন্ড কনভারশন লিমিটেডের সামনে থেকে রবিবার বেলা সোয়া ১টার দিকে র্যাব-৭ এর একটি টিম মোহাম্মদ সোহেল (১৯)কে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়ায়। বাবার নাম মোঃ সোলেমান। সোহেলের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সোহেল র্যাব কর্মকর্তাদের জানায়, সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। তার কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য ১০ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোহেলকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।