‘পূর্বপুরুষরা সিআরবিতে বৈচিত্রময় গাছগাছালী ও সবুজের সমারোহে প্রকৃতিকে যেভাবে সাজিয়েছে তার নান্দনিক অপরূপ সৌন্দর্য্য বর্তমানে ভোগ করছি। তাই আমাদেরও উচিত ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে বাসযোগ্য ও টেকসই নগর গড়া এবং সেই লক্ষ্যে সকল প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সচেষ্ট থাকা যাতে তরুণ প্রজন্মের প্রাণ স্পন্দন ও সজীবতা অক্ষুণœ থাকে। পাশাপাশি সিআরবি প্রাঙ্গণের হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থানে পরিবেশ বিধ্বংসী পরিকল্পনা থেকে সরে এসে পরিকল্পিত ও উপযোগী সামাজিক বনায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় পরিকল্পনা করতে চিন্তা চেতনা ও মননশীলতায় তারুণ্যের স্পন্দনকে জাগ্রত করে সকলকে এগিয়ে আসতে হবে।’
এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত ‘তারুণ্য সমাবেশ’ এ চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম উপরোক্ত কথা বলেন।
এসডিজি ইয়ুথ ফোরাম‘র সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব’র সঞ্চালনায় গতকাল নগরীর সিআরবি প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ। বিশেষ অতিথি ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রাম’র সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা ও পরিবেশবিদ প্রফেসর ড. ইদ্রিস আলী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়–য়া, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রেজাউল করিম, সজল চৌধুরী, মামুন চৌধুরী, উত্তম কুমার আচার্য্য, হাসান মারুফ রুমি, নেছার আহমেদ খান, ডা. আর কে রুবেল, কাজী মোহাম্মদ আহসান ইকবাল মঞ্জু, লায়ন এম এ হোসেন বাদল, শহিদুল ইসলাম, আহসান হাবীব, লায়ন এম এ মান্নান, মো. জানে আলম, নাজমিন আক্তার চৌধুরী, অ্যাডভোকেট মোস্তফা আনোয়ারুল ইসলাম, সোহেল আকতার খান, এবিএম এমরান, আবৃত্তিশিল্পী দিলরুবা খানম, আবদুল আহাদ, জোবায়ের খান জুরাদ, জেনিফার, রোটারিয়ান জিল্লুর রহমান শাকিল, বোরহান উদ্দিন গিফারী আব্দুল মন্নান হৃদয়, মো. ইব্রাহীম, ওসমান গণি, এম ইসমাইল হোসেন আহাদ, আব্দুর রহমান রবিন, ইমরান হোসেন, হাসান উদ্দিন, রাগিব হাসান মুন্না প্রমুখ।
ডা. বিদ্যুৎ বড়–য়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায়ও উন্মুক্ত পরিসর ও প্রাকৃতিক পরিবেশের বিকল্প নেই। সুতরাং সিআরবি’র অপূর্ব নান্দনিকতা বিনষ্ট করা যাবে না। বিজ্ঞপ্তি
স্বাস্থ্য সুরক্ষায় প্রাকৃতিক পরিবেশের বিকল্প নেই
এসডিজি ইয়ুথ ফোরাম’র তারুণ্য সমাবেশে বক্তারা