নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে পানিতে ডুবে মো. আবদুল্লাহ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দীর্ঘ ৭ ঘণ্টা তল্লাশির পর তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার সকাল ১১টার দিকে বে-ওয়াচ ও সি-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার মাঝামাঝি স্থানে আবদুল্লাহ, তার মা ও স্বজনরা একসাথে গোসলে নামেন। গোসল সেরে সবাই উঠে গেলেও আবদুল্লাহ নিখোঁজ হয়। দীর্ঘ ৭ ঘণ্টা পর সন্ধ্যা ৬ টার দিকে তার লাশ ডেইলপাড়া উপকূলে ভেসে আসে। এ সময় টুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও বিচকর্মি উপস্থিত ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।
তিনি বলেন, সকাল ১১ টার দিকে বে-ওয়াচ ও সী-পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পার মাঝামাঝি স্থানে আবদুল্লাহ, তার মা ও স্বজনরা একসাথে গোসলে নামে। গোসল সেরে সবাই উঠে গেলেও আবদুল্লাহ নিখোঁজ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ট্যুরিস্ট পুলিশের একটি টিম।
ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সি-সেইফের সদস্যরা ঘটনাস্থলে হাজির। তারাও উদ্ধার তৎপরতা শুরু করে। নৌ-বাহিনীর একটি টিমও উদ্ধার তৎপরতায় অংশ নেয়। প্রায় ৭ ঘণ্টা পর আবদুল্লাহর মৃতদেহ পাওয়া যায়।
আবদুল্লাহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পিতা কর্নেল শহিদ সামরিক বাহিনীর চিকিৎসক। বাসা মহাখালী ডিওএইচএস।