সুপ্রভাত ডেস্ক »
পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হিসেবে প্রস্তাবিত সকল নামের তালিকা প্রকাশ করবে সার্চ কমিটি। কমিটির কাছে জমা হওয়া সব নাম ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, এর ফলে গণমাধ্যম এই তালিকা প্রকাশ করতে পারবে।
আজ রোববার বিকেলে তৃতীয় ধাপে আমন্ত্রিত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি। বৈঠক শুরুর আগে ওবায়দুল হাসান সাংবাদিকদের এই কথা বলেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক হচ্ছে।
সার্চ কমিটি এ পর্যন্ত ৩২৯টি নামের প্রস্তাব পেয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছ থেকে।
বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, যেসব রাজনৈতিক দল এখনো নাম প্রস্তাব করেনি তারা আগামীকাল সোমবার বিকেল ৫টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম প্রস্তাব করতে পারবে। এর পরই মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নামের তালিকা প্রকাশ করা হবে।