বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতনীদের উপর সাম্প্রদায়িক হামলাসমূহের বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, সংখ্যালঘু, সুরক্ষা আইন প্রণয়ন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক সুজিত সরকারের সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব শ্যামল দাশ রানার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক স্বপন ভট্টাচার্য্য, যদু সিংহ, সুনীল শীল, পরিমল দত্ত, সুব্রত দত্ত, দীপ্তি বিশ্বাস, রতন দাশ সজল, বল ভদ্র অনুগা, সুমন পাল, নিউটন দাশ, সাগর দাশ, কৃষ্ণ গোপল দাশ, শ্যামল বিশ্বাস, রতন কৃষ্ণ ধর, চন্দন কান্তি দাশ, সুজন দেব নাথ, অরুন পালিত বাসু, অরুন বিশ্বাস তরুণ, পলাশ মল্লিক, বিশ্বজিৎ কর বাবু, বিশ্বজিত পাল, দোলন ধর, উত্তম দাশ, সুজন দত্ত, সুমন দে, টিপু দে, রুবেল দাশ, রাজ মল্লিক, জয় ভট্টাচার্য্য, বিপ্লব দেব নাথ, শোভন মিত্র মন্টিু প্রমুখ। বিজ্ঞপ্তি
সাম্প্রদায়িক সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি দাবি
জাতীয় হিন্দু মহাজোটের বিক্ষোভ সমাবেশ