সরকারের সাফল্য আড়ালের ষড়যন্ত্র হচ্ছে : সুজন

বিদ্যুৎ উৎপাদনে সরকারের অভূতপূর্ব সাফল্যকে আড়াল করার ষড়যন্ত্র হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম এর প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু’র নিকট আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
২৭ সেপ্টেম্বর বেলা ২.৩০টায় আগ্রাবাদস্থ বিদ্যুৎ ভবনে প্রধান প্রকৌশলীর দপ্তরে এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
এসময় তিনি বলেন, বিদ্যুৎ হচ্ছে সভ্যতার লাইফ লাইন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে বিদ্যুৎ উৎপাদনে কোন ঘাটতি না থাকা সত্বেও কি কারণে এবং কেনো ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া করছে তা আমাদের বোধগম্য নয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ব) ইমাম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পশ্চিম) শহীদুল ইসলাম মৃধা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উত্তর) শেখ মাহফুজুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (দক্ষিণ) উজ্জ্বল কুমার মোহন্ত, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সদস্য সচিব হাজী মো. হোসেন, মো. শাহজাহান, মহানগর ছাত্রলীগের সভাপতি এম ইমরান আহমেদ ইমু, সাজ্জাদ হাসান মনু, হাসান হাবিব সেতু, আকতার জামান রানা, শুভ চক্রবর্ত্তী, আশীষ সরকার নয়ন প্রমুখ। বিজ্ঞপ্তি