শেষ ষোলোতে মুখোমুখি রিয়াল-পিএসজি

চ্যাম্পিয়নস লিগ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

এল ক্লাসিকোতে তো কতবারই দেখা হয়েছে। আবারও রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামার মঞ্চ তৈরি হয়ে গেলো লিওনেল মেসির। তবে এবার আর বার্সেলোনার জার্সিতে নয়। প্যারিস সেন্ত জার্মেইয়ের মেসি খেলবেন মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র ভাগ্য রিয়ালের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে পিএসজিকে।

আজ (সোমবার) সুইজারল্যান্ডের নিয়নে হয়ে গেলো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। সেখানেই তৈরি হয়ে গেছে হাইভোল্টেজ ম্যাচের সূচি। ১৩বারের চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে নামবে প্রথম ইউরোপিয়ান ট্রফির খোঁজে থাকা পিএসজি। ক্রিস্তিয়ানো রোনালদোও ফিরছেন মাদ্রিদে। তার দল ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আতলেতিকো মাদ্রিদকে।

শেষ ষোলোর লাইনআপ:

প্যারিস সেন্ত জার্মেই-রিয়াল মাদ্রিদ

ইন্টার মিলান-লিভারপুল

আতলেতিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড

সলসবার্গ-বায়ার্ন মিউনিখ

স্পোর্তিং লিসবন-ম্যানচেস্টার সিটি

বেনফিকা-আয়াক্স

চেলসি-লিল

ভিয়ারিয়াল-জুভেন্টাস