সুপ্রভাত বিনোদন ডেস্ক »
যাপিত জীবনের আড়ালে থাকা অন্য এক জীবনের গল্পই হলো ‘কাগজ’। থ্রিলার-রোমান্টিকধর্মী এই সিনেমাটি নির্মাণ করছেন জুলফিকার জাহেদী।
এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও নায়িকা আইরিন সুলতানা। শিল্পীরা জানালেন, তাদের কাজ প্রায় শেষ। আর চলতি বছরই এর শুটিং সম্পন্ন হবে বলে নিশ্চিত করলেন জুলফিকার জাহেদী।
নির্মাতা বললেন, ‘সিনেমাটি একজন লেখকের গল্প নিয়ে। তিনি কীভাবে একটি ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন, তা দর্শকরা এই সিনেমায় দেখতে পাবেন। এরইমধ্যে চলচ্চিত্রটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরোটা সম্পন্ন করে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে মুক্তি দেওয়ার পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে এটি আসবে।’
চিত্রনায়ক ইমন বলেন, ‘আমি এখানে লেখক ইমন আহমেদ চরিত্রে অভিনয় করছি। আমার কাজ হচ্ছে কাগজের মধ্যে লেখা। কাগজের সঙ্গে আমার সুন্দর একটি সম্পর্ক আছে।’
আর নায়িকা জানালেন, তিনি রেনু চরিত্রে অভিনয় করছেন। সে বনেদি পরিবারের মেয়ে।
‘কাগজ’-এ ইমন ও আইরিন ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। বিশেষ চরিত্রে আছেন মাইমুনা মম ও এলিনা শাম্মী। গল্প, চিত্রনাট্য ও প্রযোজনা করছেন নির্মাতা নিজেই।