স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে স্মারকলিপি প্রদান করেছেন চট্টগ্রাম অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে চট্টগ্রাম অভিভাবক ফোরামের আহ্বায়ক মো. সোলায়মান বলেন, প্রায় ১৪ মাসের অধিক সময় ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য প্রতিষ্ঠান ধীরে ধীরে চালু হয়েছে এবং সব কিছু পূর্বের ন্যায় স্বাভাবিক হতে চলেছে। এমনকি গণপরিবহনসহ সব কিছু সংশ্লিষ্ট মহলের দাবির মুখে খুলে দেওয়া হয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং অনলাইন ক্লাশের কারণে আমাদের সন্তানদের স্বাভাবিক জীবনযাপন অনেকটা অস্বাভাবিক হওয়ার উপক্রম। তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সদস্য সচিব অহিদুন্নবী চৌধুরী বাবু, জানে আলম চৌধুরী, মর্তূজা কামাল মুন্সী, কাজী মোহাম্মদ মঈনউদ্দীন, কাজী মো. মোবারক হোসেন, সাজেদুল আলম, অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল, ফিরোজ চৌধুরী, অধ্যক্ষ নুরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, নুরুল ইসলাম, সাজেদুল করিম, মঈনুল আলম, শাহনেওয়াজ রুমেল, আবদুল আহাদ মিটু, মাজহারুল ইসলাম, মইনুল হোসেন চৌধুরী, মনির হোসেন, মো. জাবেদসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
মহানগর