লোহাগাড়া-সাতকানিয়ায় মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু

নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া »
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর এ আসনের মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে আনন্দ মিছিল ও রোড-শো বের করা হয়।
তফসিলকে স্বাগত জানিয়ে ১৬ নভেম্বর বিকেলে লোহাগাড়া উপজেলা সদরে আনন্দ মিছিল বের করা হয় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের পক্ষে। এ মিছিলে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমর্থক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অপর একটি আনন্দ মিছিল বের করা হয় সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর পক্ষে। এ মিছিলে জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের সমর্থক নেতাকর্মীরা  অংশগ্রহণ করেন। এছাড়া সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব সিআইপির পক্ষে রোড-শো করা হয়। গাড়ির বিশাল বহর নিয়ে সাতকানিয়া থেকে শুরু করা হয় এ রোড-শো। এটি লোহাগাড়া এলাকা প্রদক্ষিণ করে।
এছাড়া দক্ষিণ জেলা আওয়মী লীগ নেতা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমানের নেতৃত্বে এক রোড-শো করা হয় সাতকানিয়া সদরে।
পৃথক এসব আনন্দ মিছিল ও রোড-শোতে অংশগ্রহণকারীগণ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। স্লোগানে আরো বলা হয় শেখ হাসিনা সরকার, বার বার দরকার।
জাতীয় সংসদের এ আসনে মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছে। দলের সমর্থক নেতাকর্মীদের নিয়ে এখন ঢাকায় অবস্থান করছেন নেতৃবন্দ। জানা গেছে মনোনয়ন পাওয়ার আশায় দ্বারস্থ হচ্ছেন কেন্দ্রীয় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নিকট।