বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আঞ্চলিক শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল ১৮ এপ্রিল বিকালে চমেক সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আঞ্চলিক শাখার সভাপতি আবদুল মতিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন চমেকের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন সেলিম, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আওয়াল তারেক।
চমেক শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চমেক শাখার সাধারণ মো. ইসহাক, মো. আনোয়ার, মো. শাহজাহান প্রমুখ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান বলেন, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। এই মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। তিনি হাসপাতালের রোগীদের আন্তরিকভাবে সেবা করার জন্য চমেক হাসপাতালের সর্বস্তরের কর্মচারীদের প্রতি উদাও আহবান জানান। পরে দেশ ও জাতি এবং চমেক হাসপাতলের সংশ্লিষ্ট সকলের কল্যান কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি