নিজস্ব প্রতিবেদক :
রূপালী গিটারসহ নগরীর সৌন্দর্যবর্ধক স্থানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
গতকাল সকালে নগরীর প্রবর্তক মোড়ে কিংবদন্তী সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে নির্মিত রূপালী গিটার পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি।
চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, প্রবর্তক মোড়ের কিংবদন্তী সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে নির্মিত রূপালী গিটার পরিদর্শনে গিয়ে দেখা যায় রূপালী গিটারে ধুলো জমে ধূসর হয়ে আছে। রূপালী গিটারসহ নগরীর বিভিন্ন স্থানে নির্মিত সৌন্দর্যবর্ধক স্থান ও পার্কের ময়লা আবর্জনা পরিষ্কার রাখার জন্য সংশ্লিষ্ট এলাকার পরিচ্ছন্ন কর্মী ও নগর পরিকল্পনা বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি কয়েক দিনের মধ্যে নগরীর বিভিন্ন সৌন্দর্যবর্ধক স্থান পরিষ্কার করা হবে।
নগরবাসী যাতে এসব সৌন্দর্যবর্ধক স্থান ও পার্কে স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও বসতে পারে সেটা নিশ্চিত করতে এ নির্দেশনা দেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার ‘ধুলোয় ধূসর রূপালী গিটার’ শিরোনামে সুপ্রভাতে একটি ছবি প্রকাশ করা হলে তা চসিক প্রশাসকের নজরে আসলে তিনি সরেজমিনে গিয়ে রূপালী গিটার পরিদর্শন করে এ নির্দেশনা দেন।
এ মুহূর্তের সংবাদ