নিজস্ব প্রতিনিধি, রামগড় »
নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসে রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন।
তিনি গতকাল সোমবার বেলা ১১টায় খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন ভবন নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, উদ্বোধনের পর পুরো কার্যক্রম শুরু হতে কিছুটা সময় লাগবে। দুই দেশের নাগরিকরা ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতে তখন সহজে যাতায়ত করতে পারবেন।
রামগড় স্থলবন্দরের প্রকল্প পরিচালক মো. সারওয়ার আলম বলেন, ইমিগ্রেশন সেন্টার নির্মাণকাজ প্রায় শেষের দিকে ।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, স্থলবন্দরের প্রকল্প পরিচালক মো. সারওয়ার আলম, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, ওসি মো. মিজানুর রহমান প্রমুখ।