নিজস্ব প্রতিনিধি, রাঙ্গুনিয়া »
রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকায় রোববার দুপুরে ট্রাক-ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষে চন্দ্রঘোনা সিকদার পাড়ার মোহাম্মদ জমির হোসেন (৪৫) নামে ব্যাটারি রিকশা চালকের মৃত্যু হয়েছে।
এসময় গুরুতর আহত ২ রিকশা যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগান থেকে রাঙ্গুনিয়ামুখী ব্যাটারি রিকশা যাওয়ার পথে বিপরীত থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ব্যাটারি রিকশাটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলে রিকশা চালকের মৃত্যু হয় এবং ২ যাত্রী গুরুতর আহত হয়। সড়ক দুর্ঘটনার পর কাপ্তাই-চট্টগ্রাম সড়কে আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিছ আজগর ও রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকের লাশ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুব মিল্কী বলেন, দুর্ঘটনা কবলিত দুটি যানবাহন আটক করা হয় এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।