সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
১৯৯৬ সাল থেকে অলিম্পিকে মেয়েদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাষ্ট্রেরই রাজত্ব। কিন্তু টোকিও অলিম্পিকে সেখানে ভাগ বসিয়েছে চীন। বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে পেছনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াকে।
এই ইভেন্টে সাঁতার শেষ করতে চীনের সাঁতারুদের সময় লেগেছে সাত মিনিট ৪০.৩৩ সেকেন্ড। আগের রেকর্ডটি ছিল ২০১৯ সালে অস্ট্রেলিয়ার গড়া, বিশ্ব চ্যাম্পিয়নশিপে।
সময় ছিল তখন ৭ মিনিট ৪১.৫০ সেকেন্ড।
বিপরীতে নিজেদের সেরা টাইমিং করেও বৃহস্পতিবার সোনা জিততে পারেনি যুক্তরাষ্ট্র। সাত মিনিট ৪০.৭৩ সেকেন্ড সময় নিয়ে তারা রূপা জিতেছে। সাত মিনিট ৪১.২৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া। এর আগে মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়ে চীন। দেশটির ২৩ বছর বয়সী সাঁতারু জং ইউফেই জিতেছেন সোনার পদক।