এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমই’র সাবেক প্রথম সহ-সভাপতি এবং পরিচালক মোহাম্মদ আবদুস সালামের তত্ত্বাবধানে নগরীর মোহরা এটিএস ক্লিনিকে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে।
১৬ জুলাই আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, ডাক্তার বিপ্লব বিজয় বিশ্বাস, ড. সুভাষ চন্দ্র রায়, ডাক্তার অনুরাধা বিশ্বাস, ডাক্তার ফারহানা হক রুনি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইফতেখার হোসেন ইমু, ইয়াহিয়া বখতিয়ার প্রমুখ।
এই বুথে প্রথমদিন ২০০ জনের মতো রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এই রেজিস্ট্রেশন কার্যক্রম ৮ দিন চলবে। রেজিস্ট্রেশন কার্যক্রমের সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট। বিজ্ঞপ্তি
মহানগর