নিজস্ব প্রতিনিধি, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ বছর বয়সী এক শিশু ও তার মা আগুনে দগ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে।
আগেরদিন সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীর ৫ নম্বর ওয়ার্ডেও আজমনগর পাড়ার এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জাহেদুল ইসলাম (৮)। গুরুতর আহত মায়ের নাম ইসমত আরা (২৫)। হতাহতরা ওই এলাকার সিএনজি অটোরিকশা চালক রিয়াজ উদ্দিনের ছেলে ও স্ত্রী। বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে ভুট্টো সিকদার বলেন, আজমনগর এলাকার রিয়াজ উদ্দিন পেশায় সিএনজি অটোরিকশাচালক। তার বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ। সোমবার রাতে সেই সিলিন্ডার খুলে উঠানে রাখার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ হয়।
এ সময় সিলিন্ডারের পাশে থাকা স্ত্রী ও সনত্মান অগ্নিদগ্ধ হয়ে গুরম্নতর আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস’ায় মঙ্গলবার সকালে মারা যায় শিশু সন্তান। স্ত্রীর অবস্থাও বেশ গুরুতর বলে জানা যায়।