নিজস্ব প্রতিবেদক :
মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও পরিবেশের অভিযোগে দুটি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরের কোতয়ালী ও আকবর শাহ থানা এলাকায় পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযান চলে।
নগরের নন্দনকানন এলাকার বৌদ্ধ মন্দির রোডস্থ স্বপ্নিল রেস্তোরাঁয় অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। রেস্তোরাঁয় আগের দিনের রান্না করা বাসি পোলাও, সাদা ভাত, পরোটা, মুরগির মাংস, মেয়াদবিহীন দই বিক্রয়ের প্রমাণ পায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়।
অপরদিকে নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযানে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। সেখানে আল্লাহর দান মুদি দোকানে মেয়াদত্তীর্ণ খাবার রাখায় ৫ হাজার টাকা জরিমানা করে।
এদিকে করোনা ভাইরাসের ঠেকাতে রেস্তোরাঁয় আগত ক্রেতাসাধারণ ও মালিকপক্ষকে স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারে সচেতন করা হয়