সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
চোটে পড়ে অনেক দিন ধরে মাঠের বাইরে আনসু ফাতি। বার্সেলোনার জন্য স্বস্তির খবর, আজ লেভান্তের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। অবশ্য এই ফেরাটায় তার সঙ্গী হচ্ছে অন্যরকম এক রোমাঞ্চ! ক্লাব ছেড়ে যাওয়া লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নামার সুযোগ পাচ্ছেন ১৮ বছর বয়সী।
এমনিতে বার্সেলোনা লা লিগায় ভালো অবস্থানে নেই। মেসি চলে যাওয়ার পর ছন্দ হারিয়ে বসে আছে। ঠিক এই অবস্থায় মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা মানে ফাতির ওপর বাড়তি দায়িত্ব। ফাতি নিজেও বিষয়টি এভাবেই দেখছেন, ‘এটা(১০ নম্বর জার্সি)আমার জন্য সম্মানের। ক্লাবকে ধন্যবাদ দিতে হচ্ছে এই সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি এটা চ্যালেঞ্জও। মেসি নিজে এই নম্বরের জার্সি পরেছেন। তারও আগে পরেছেন রোনালদিনহো।’
তিনি আরও বলেছেন, ‘যদি আপনি বার্সেলোনার হয়ে খেলে থাকেন, তাহলে সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। বিশ্বে বার্সেলোনা সেরা একটি ক্লাব। ১০ নম্বর জার্সিটা চাপের। পাশাপাশি বার্সায় থাকা মানেও একটা চাপ। তাই এখানে সবারই দায়িত্ব আছে, যা মেনে নিতে হবে।’