সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
লা লিগার নিয়মের বেড়াজালে আটকে পড়ায় ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে মেসির। শেষ হয়ে গেছে তার বার্সেলোনা অধ্যায়। বিদায়বেলায় কান্নাভেজা কণ্ঠে ভক্ত ও সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন। অথচ বেতন কমিয়ে হলেও কাতালানদের হয়ে খেলতে চেয়েছিলেন। সেটি সম্ভব না হলেও আশৈশবের ক্লাবটিকে ভুলে যাচ্ছেন না। তাই তো সংবাদ সম্মেলনে আবারও বার্সেলোনায় ফিরে আসার প্রতিশ্রুতি দিলেন বার্সার প্রাণভোমরা।
মেসি সেই ছোট বেলায় আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় এসেছিলেন। এর পর সেখানেই কেটেছে তার ২১টি বসন্ত। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে মেসি-বার্সেলোনা একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়েই ছিলেন। কিন্তু বাস্তবিক কারণে সেই সম্পর্কটা আর অটুট থাকলো না আর। তবে বার্সার প্রতি মেসির যে ভালোবাসার কোনও অভাব নেই। সেটি বিদায় বেলায় আবারও মনে করিয়ে দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে মেসি বলেছেন,‘এই শহরে যা করেছি, তাতে এর চেয়ে বেশি আমি গর্বিত হতে পারি না। বাইরের কাজ শেষ করে আমি এখানেই ফিরে আসবো। কেননা এটাই আমাদের বাড়ি এবং সন্তানদের এই প্রতিশ্রুতি-ই দিয়েছি।’
বার্সাতে এই পর্যন্ত আসার পেছনে যাদের ভূমিকা, তাদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন মেসি, ‘আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে সাহায্য করেছে। আমি বড় হয়েছি এই ক্লাবের মূল্যবোধ নিয়েই। আশা করছি এটা বজায় থাকবে।’