স্মরণসভায় বক্তারা
মহানগর মহিলা শ্রমিক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ও রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা রহমত উল্ল্যাহ চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল গতকাল বিকেলে লালখান বাজারস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা আলম।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন মহানগর মহিলা শ্রমিকলীগের সহ সভাপতি সেলিনা খান।
বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা শ্রমিক লীগনেত্রী আঞ্জুম বেগম, নুসাইবা রহমান, ইশিতা আজিজ, লামহা ইসলাম, সুমাইয়া জাহান, মাসরুকা সুলতানা ,আফিফা বেগম, কুলসুম আক্তার প্রমুখ।
স্মরণসভায় বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন প্রখ্যাত শ্রমিকনেতা রহমত উল্ল্যাহ চৌধুরীর আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। জীবনে কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়নি। মানুষের জন্য, শ্রমিকদের যেকোন দুঃখ, কষ্ট সমস্যা সমাধানে তিনি সবসময় সাহসী ভূমিকা পালন করতেন।
আওয়ামী রাজনীতির অনেক বড় পদে থেকেও তিনি অতি সাধারণভাবেই সকল শ্রেণী পেশার মানুষের সাথে মেলামেশা করতেন।
শ্রমিকদের হৃদয়ের কথা অনুধাবন করে তাদের উন্নয়নে তিনি নিজেকে সর্বদাই মনপ্রাণ উজাড় করে কাজ করতেন। সভায় বক্তারা প্রখ্যাত এই শ্রমিকনেতাকে রাষ্ট্রীয়ভাবে মরোণত্তর সম্মাননা দেয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি



















































