সুপ্রভাত বিনোদন ডেস্ক »
দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্রেষ্ঠ উৎসব। মহালয়ার দিন থেকেই যেন পূজা-পূজা ভাব চলে আসে বাঙালিদের মনে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার দিনটিকেই মহালয়া হিসেবে উদযাপন করা হয়।
এবার মহালয়ার এই বিশেষ দিনটি পড়েছে ৬ অক্টোবর। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘শারদ প্রাতে’। আফরোজা সুলতানার প্রযোজনায় অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন সুমন সাহা। প্রচার হবে ৬ অক্টোবর সকাল ৯টায়।
শ্লোক পাঠ, পূজা পর্যায়ের গান ও নাচের সমন্বয়ে সাজিয়ে তোলা হয়েছে এই অনুষ্ঠান। এখানে শ্লোক ও শ্লোকের বাংলা পাঠ করবেন বাচিকশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়। ‘প্রভাত বীণা তব বাজে’ গানটি গাইবেন কণ্ঠশিল্পী প্রিয়াংকা গোপ। দেবলীনা সুরের কণ্ঠে শোনা যাবে ‘জাগো তুমি, জাগো দুর্গা’ গানটি। অনুপম কুমার ও পূজন দাস গাইবেন ‘আনন্দধারা বহিছে ভুবনে’ এবং ‘তব অচিন্ত্য রূপচরিত মহিমা’ গান দুটি।
গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। নৃত্যশিল্পী প্রিয়াংকা সরকার ও তার দল। নৃত্য পরিবেশন করবেন ‘যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেনু’ মন্ত্রের সঙ্গে।