ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল বিশ্ব যুব দিবস উপলক্ষে ১৫ জুলাই বিকেলে ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে। ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী জয় প্রকাশ বড়–য়া দিবসের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধে তিনি উল্লেখ করেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বিশ্বে কয়েক মিলিয়ন দক্ষ কর্মী চাকরি হারাবে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য দক্ষ কর্মীদের পরিবর্তনশীল প্রযুক্তির উপর প্রশিক্ষণ, প্রশিক্ষণ প্রদানকারী টিভিইটি সেন্টারসমূহের সক্ষমতা উন্নয়নে সরকার ও শিল্প মালিকগণের যৌথভাবে কাজ করতে হবে।
আলোচনায় অংশগ্রহণ করেন ইউসেপ নিয়োগ কর্তা কমিটি সাগরিকা-ফৌজদারহাট শিল্পাঞ্চলের চেয়ারম্যান, লুব-র্যাফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ, ইউসেপ নিয়োগ কর্তা কমিটি সিইপিজেড ও কেইপিজেডের চেয়ারম্যান, আলীটা (বাংলামেশ) লিমিেিটডের সিনিয়র মহা-ব্যবস্থাপক এএইচ ফেরদৌস। ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র অফিসার (ডিই এন্ড ইডি) আকরাম হোসেন সবুজের উপস্থাপনায় আলোচনায় আরও অংশগ্রহণ করেন ইউসেপের প্রাক্তন ছাত্র/ছাত্রীদেও পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোখতার হোসেন, মো. নজরুল ইসলাম, রোজিনা আক্তার, মো. মহিউদ্দিন, নবী হোসেন।
সেমিনারে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি এবং ইউসেপ নিয়োগ কর্তা কমিটি কালুরঘাট শিল্পাঞ্চলের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ ইউসেপ বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ ও যুব পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচকগণ বলেন, করোনা ১৯ সমগ্র বিশ্বের অর্থনীতির গতি মন্থর করে দিয়েছে। ইউনেস্কো মনে করছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ১৯ এর কারণে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আংশিকও সম্পূর্ণভাবে বন্ধ থাকায় ২১১ ও ৪১৬ মিলিয়ন যুবার প্রশিক্ষণ বাধাগ্রস্ত হয়েছে। এক জরিপে ইউনেস্কো, আইএলও, ওয়ার্ল্ড ব্যাংক, থাকায় অর্থনীতির চাকা গতিশীল করতে যুবসমাজকে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম সচল রাখতে হবে। করোনা ভাইরাসের মনে করছে একমাত্র ডিসটেন্স লার্নিং এ সমস্যা থেকে উত্তোরণের উপায় হতে পারে।
অনেকেই বলেন, বর্তমান করোনা প্রভাব কখন শেষ হবে বলা কঠিন, তবে জীবন তো থেমে থাকবে না। তার জন্য প্রশিক্ষণের ধরন ও ট্রেড কোর্স পরিবর্তনের প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে মজুরী ভিত্তিক চাকরির পরিবর্তে ক্ষুদ্র ক্ষদ্র উদ্যোক্তা সৃষ্টির উপর গুরুত্বারোপ করার জন্য ইউসেপ বাংলাদেশকে পরামর্শ দেন। বিজ্ঞপ্তি
মজুরী ভিত্তিক চাকরি নয় ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি জরুরি
বিশ্ব যুব দক্ষতা দিবসের সেমিনারে বক্তারা