আসন্ন সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল ফুটবল লিগে অংশগ্রহণকারী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চট্টগ্রামের ফুটবল দলের প্রশিক্ষণ গতকাল (১৫ সেপ্টেম্বর) বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে।
সিজেকেএস সাধারণ সম্পাদক ও ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন। ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির চেয়ারম্যান জসিম আহমেদের সভাপতিত্বে ও সিজেকেএস নির্বাহী সদস্য মো. দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস।
উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মো. শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব আলম, পরিচালক মো. জসিম উদ্দিন, ওয়াহিদুল আলম শিমুল, আবুল বশর, পেয়ার মোহাম্মদ পেয়ারু, আব্দুর রশিদ লোকমান, জসিম উদ্দিন মিঠুন, মো. সালাউদ্দিন, তৌহিদ হোসেন, মো. টিপু সুলতান, বোরহান উদ্দিন আহমেদ, ফুটবল কমিটির সহ-সভাপতি সৈয়দ মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আবু বকর শাহেদ, মো. ইয়াহিয়া পারভেজ, সদস্য সাকারিয়া চৌধুরী সাগর, আনাস মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি
খেলা
 
				 
		

















































