বেড়েছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ জন। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জন। এর মধ্যে ৬১৫ জন পুরুষ, ৩৬৫ জন নারী এবং শিশু ৩৫২ জন। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৯৫৭ জন মহানগরের এবং ৩৩৫ জন বিভিন্ন উপজেলার রোগী। এছাড়া উল্লিখিত সময়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন পুরুষ, ৬ জন নারী এবং ৩ শিশু রয়েছে।

চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ১২ জন এবং হাটহাজারীর ১, সীতাকু-ের ১ জন ও রাউজানের ১ জন রয়েছেন।

এর আগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ২০ জনের। তার পূর্বে একদিনে শনাক্তের সংখ্যা ছিল ৩১ জন।

এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ২৬১ জন। এর মধ্যে নগরে ৯৪ হাজার ২৪৭ জন এবং উপজেলায় ৩৫ হাজার ১৪ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।