বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। তাই স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের অবদান চির অম্লান হয়ে থাকবে। চাকরি জীবনে যখন যে অবস্থানে থেকেছি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছি, ভবিষ্যতেও করে যাবো। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবেনা।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড কর্তৃক বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত পদোন্নতিজনিত (সচিব) বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের উপস্থিত সংসদের অধীন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে বিভাগীয় কমিশনারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে থানা কমান্ডারদের পক্ষে বক্তব্য রাখেন আকবর শাহ থানার ডেপুটি কমান্ডার মো. নুর উদ্দিন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি।
উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার এফ.এফ আকবর খান, কোতোয়ালী কমান্ডার সৌরিন্দ্র নাথ সেন, চান্দগাঁও কমান্ডার মো. কুতুব উদ্দিন, পাঁচলাইশ কমান্ডার আহমদ মিয়া, বাকলিয়া কমান্ডার আলী হোসেন, খুলশী কমান্ডার মো. ইউসুফ, আকবর শাহ কমান্ডার মো. সেলিম উল্লাহ, পাহাড়তলী কমান্ডার হাজী জাফর আহমদ, হালিশহর কমান্ডার মো. ইউনুস, ইপিজেড কমান্ডার আবুল কালাম, বন্দর কমান্ডার কামরুল আলম জতু, পতেঙ্গা কমান্ডার জাকির হোসেন, সদরঘাট কমান্ডার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, এস.এম ময়নূল হোসেন, আবদুর রব কায়েস, মো. আবুল কাশেম প্রমুখ। বিজ্ঞপ্তি