বিশ্বে সবচেয়ে বেশি তেল মজুদ আছে যে ১০টি দেশে

সুপ্রভাত ডেস্ক :
বিশ্বে জ্বালানি তেলের অন্যরকম এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে বিশ্বের রাজনীতির সঙ্গে তেলের বিষয়টি বিশেষভাবে জড়িয়ে আছে। যেসব দেশে জ্বালানি তেলের মজুদ বেশি, তারা হয় কোনো দেশের শত্রু অথবা কোনো দেশের মিত্র। জেনে নিন বিশ্বের কোন ১০টি দেশে তেলের মজুদ সবচেয়ে বেশি-
কানাডা
কানাডায় ১৭০.৮৬ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল মজুদ রয়েছে। বিশ্বের মোট মজুদের প্রায় সাড়ে দশভাগই আছে দেশটিতে।
লিবিয়া
লিবিয়ায় ৪৮.৩৬ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। এখানে যে সব জ্বালানি তেল রয়েছে তা বিশ্বের মজুদকৃত অংশের প্রায় তিন ভাগ।
রাশিয়া
জ্বালানি তেলে মজুদে এগিয়ে রয়েছে রাশিয়াও। এ দেশটিতে ৮০ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। যা বিশ্বের মজুদকৃত অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় পাঁচ ভাগ।
সংযুক্ত আরব আমিরাত
জ্বালানি তেলের দেশ হিসেবে আমরা সংযুক্ত আরব আমিরাতকে ভালো করেই চিনি। দেশটিতে ৯৭ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। বিশ্বের মোট মজুদের প্রায় ছয় ভাগ জ্বালানি তেল দেশটিতে মজুদ রয়েছে।
কুয়েত
কয়েতে জ্বালানি তেলের মজুদ রয়েছে ১০১.৫০ বিলিয়ন ব্যারেল। বিশ্বের ছয় ভাগের বেশি জ্বালানি তেলের মজুদ আছে দেশটিতে।
ইরাক
জ্বালানি তেলের উল্লেখযোগ্য আরেক দেশ ইরাক। দেশটিতে ১৪৫ দশমিক ২ বিলিয়ন ব্যারেল মজুদ রয়েছে। বিশ্বের আট দশমিক সাত ভাগের বেশি জ্বালানি তেল মজুদ আছে দেশটিতে।
ইরান
ইরানে রয়েছে ১৫৫ দশমিক ৬০ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ। দেশটিতে বিশ্বে মোট জ্বালানি তেলের মজুতকৃত তেলের সাড়ে নয় ভাগ রয়েছে।
নাইজেরিয়া
নাইজেরিয়ায় ৩৬ দশমিক ৯৭ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল মজুদ রয়েছে। এটি বিশ্বের মোট মজুদের দুই ভাগের বেশি।
সৌদি আরব
সৌদি আরবে মোট জ্বালানি তেলের মজুদ ২৬৭ দশমিক ০৩ বিলিয়ন ব্যারেল। দেশটিতে বিশ্বের ক্রুড তেলের ১৬ ভাগ মজুদ আছে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে।
ভেনেজুয়েলা
ভেনেজুয়েলায় সর্বাধিক জ্বালানি তেলের মজুদ রয়েছে। দেশটিতে ৩০২.৮১ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রয়েছে। দেশটিতে বিশ্বের ক্রুড তেলের ১৮ ভাগ মজুদ রয়েছে। খবর : ডেইলিবাংলাদেশ’র।