চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাব জনসচেতনতার অভাবে এবং অভ্যাসগত উদাসীনতার প্রভাবে পরিস্থিতি ক্রমে অবনতি ঘটলে সরকার জনস্বার্থে জিরো টলারেন্স নীতি অবলম্বনে বাধ্য হবে। লকডাউন চলাকালীন নির্দেশিত শর্তগুলো পালনে উদ্বেগজনক শৈথিল্য থেকে একটাই অভিজ্ঞতা হলো উদারতাই দুর্বলতা। তাই আমরা এই ভুল আর করতে চাই না। আমরা শুধু ত্রাণ দিয়ে নয়, জীবন-জীবিকার সমন্বয়ে জনসক্ষমতা ফেরাতে চাই- এটাই হলো দুর্যোগ মোকাবেলায় সবচেয়ে ইতিবাচক জনকল্যাণমুখী উদ্যোগ।
আজ ২ জুন (মঙ্গলবার) বিকালে নগরীতে বিভিন্ন সংগঠনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন। এ সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম ও মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।
এদিন পলোগ্রাউন্ড মাঠে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাড়ে চারশ’, পাহাড়তলীতে অটো রিকশা-অটো টেম্পো শ্রমিক লীগের সাড়ে পাঁচশ’, কল্পলোক আবাসিকে বাকলিয়া থানা হকার্স লীগের আড়াইশ’ পরিবারের মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি
মহানগর