সুপ্রভাত ডেস্ক »
ব্যক্তিজীবনটা ভালো যাচ্ছে না পরীমণির। কয়েকদিন হলো রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। শিগগিরই বিচ্ছেদের নোটিশ পাঠাবেন তাকে। স্বাভাবিকভাবেই মানসিক অবস্থা ভালো নেই নায়িকার। তবে পেশা আর ব্যক্তিজীবনকে গুলিয়ে ফেলতে রাজি নন পরীমণি। এর প্রমাণ দিলেন তার মুক্তিপ্রতীক্ষিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রচারণার অংশ নেওয়ার মাধ্যমে। সিনেমার প্রচারণার জন্য গতকাল বুধবার সকাল ৭টায় রাজধানীর বিএফ শাহীন স্কুলে হাজির হন পরীমণি। শিশুতোষ গল্পে নির্মিত সিনেমাটির টার্গেট অডিয়েন্স স্কুল পড়ুয়া শিশুরা। সেকারণে স্কুলে প্রচারণা চালাচ্ছেন তিনি। প্রচারণার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নায়িকা।
এ সময় পরীমণি শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমাদের জন্যই অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।’
আগামী ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে এই ছবি। এতে পরীর নায়ক সিয়াম আহমেদ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো জুটি হলেন তারা।