বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপির চলমান সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে। দেশি বিদেশি কোনো শক্তি এ অবৈধ সরকারকে আর ক্ষমতায় রাখতে পারবে না। তিনি গতকাল শুক্রবার বিকালে নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারানির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
এতে দক্ষিণ জেলা বিএনপির ২০০ কারানির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে সরকার।
মাহবুবের রহমান শামীম বলেন, লুটপাট দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, ব্যারিস্টার ওসমান চৌধুরী, এম এ আজিজ, শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ব্যারিস্টার ওসমান চৌধুরী, মোশারফ হোসেন, এস এম ফোরকান, আব্দুল গাফ্ফার চৌধুরী, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, লায়ন নাজমুল মোস্তফা আমিন, নূরুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান, ফৌজুল আমিন চৌধুরী, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী।