সুপ্রভাত ডেস্ক :
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। শুক্রবার (১১ জুন) দুপুরে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র পান।
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৬ জুন তাকে সেখানে নেওয়াদিলীপ কুমারকে। এরপর দিতে হয়েছিল অক্সিজেন সাপোর্টও।
দিলীপ কুমারের টুইটার থেকে বর্ষীয়ান এই অভিনেতার স্বাস্থ্যের আপডেট দিয়েছেন তার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ফইজল ফারুকি। তিনি লেখেন, ‘আপনাদের সকলের ভালোবাসা আর প্রার্থনায় দিলীপ সাহেব হাসপাতাল থেকে বাসাায় ফিরেছেন। ঈশ্বরকে ধন্যবাদ। হিন্দুজা হাসপাতালের সমস্ত চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা।’
দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ১৯৯১ সালে পদ্মভূষণ, ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার ও ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন এ কিংবদন্তি। তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে— ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘মধুমতি’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘নয়া দৌড়’ প্রভৃতি।