চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম’র বৃক্ষরোপণ
‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ প্রতিপাদ্যে নগরীর আউটডোর স্টেডিয়াম প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক, স্থানীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে দেশীয় প্রজাতির ফলজ ও ওষুধি জাতের ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী। তিনি বলেন, ‘সবুজ বৃক্ষ ও নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ‘ সবাই মিলে বৃক্ষরোপণ করে পরিবেশকে
রক্ষা করি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। ভবিষ্যৎ বাসযোগ্য পৃথিবী গড়তে পরিকল্পিত বনায়ন ও বৃক্ষের পরিচর্যার কোনো বিকল্প নেই’।
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু।
বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মোসাহেব উদ্দিন বখতিয়ার। বৃ ক্ষ রোপণ অভিযান কর্মসূচিতে গাউছিয়া কমিটি বাংলাদেশ, আল-মানাহিল, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক, বিডি ক্লিন রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া নঈমীয়া রক্তদান সংস্থা, কোদালা রক্তদান সংস্থা, আলোকিত রতœপুরসহ বিভিন্ন সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ড. জিনবোধি ভিক্ষু বলেন, প্রকৃত অর্থে মানবজাতির সত্যিকার পরার্থপর বন্ধু হল বৃক্ষ। গাছ শুধু লাগালে হবে না, এর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও জরুরি। শহর প্রান্তরে গাছের সংখ্যা দিন দিন কমছে এবং নানাবিধ দূষণের ফলে নগরের বাসযোগ্যতা হারাচ্ছে। তাই বাসাবাড়ির আশেপাশে বা উন্মুক্ত খালি জায়গায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, পরিবেশের ভারসাম্য সুরক্ষায় অপ্রয়োজনে ও নির্বিচারে বৃক্ষনিধন, জলাধার ভরাট, পাহাড় কাটার মতো কাজকে গর্হিত অপরাধ হিসেবে বিবেচনা করে আইনের যথাযথ প্রয়োগ দরকার। প্রাকৃতিক দুর্যোগের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর দেশ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হলে তার বিরূপ প্রভাব পড়ে সকল শ্রেণী পেশার মানুষের উপর। এ ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় বৃক্ষনিধন নিয়ন্ত্রণ ও ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও নিবিড় পরিচর্যার। বাড়ির আঙিনা, রাস্তার ধারে, পুকুর বা জলাশয়ের পাশে, শহরে যতটুকু খালি জায়গা পাওয়া যায় তাতে অথবা বর্তমান সময়ে জনপ্রিয় ছাদ বাগানের মাধ্যমে পরিকল্পনা মত এবং উপযোগিতা বিবেচনায় বৃক্ষরোপণ করতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই আমাদের বৃক্ষরোপণ অভিযান সফল করতে হবে। শুধু নিজেরা নয় সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এ কাজে উৎসাহ ও অংশগ্রহণ করতে আহ্বান জানাতে হবে। বিজ্ঞপ্তি