আহলে সুন্নাত ওয়াল জামাআতের সংবাদ সম্মেলন
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বলা হয় , দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি জনগণের উপর নির্বিচারে চালানো হচ্ছে গণহত্যা। অব্যাহত রেখেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ইসরাইলিদের এমন বর্বরোচিত হামলা আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। সম্মেলনে বক্তারা ফিলিস্তিনে গণহত্যা ধ্বংসযজ্ঞ বন্ধের জোর দাবি জানান।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হলেও নির্লিপ্ত আন্তর্জাতিক সম্প্রদায়। সংবাদ সম্মেলনে বলা হয় এখন থেকেই বিশ্ব মুসলমানদের ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। সর্বত্র ইসরাইলি পণ্য বর্জনসহ এদের বয়কট করতে হবে। সকল মুসলিম দেশকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার ভূমিকায় এগিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার পক্ষ থেকে ২১ মে বাদে জুমা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ২২মে থেকে ৩ দিনব্যাপী প্রত্যেক উপজেলা ও জেলা শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ-মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগর সভাপতি শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত দক্ষিণ জেলার সভাপতি আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা এস.এম ফরিদ উদ্দীন।
মাওলানা এ.এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল ক্বাদেরী, স.ম. হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শুক্কুর, সিরাজ উদ্দীন তৈয়বী, অধ্যক্ষ মাওলানা কাজী আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা সৈয়দ জসিম উদ্দীন তৈয়বী, অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, সালামত উল্লাহ, স.ম.শহীদুল হক ফারুকী, খান এ সবুর, অধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহম্মদ, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা জাকের আহমদ আনসারী, দিদারুল আলম সুন্নী আলক্বাদেরী, মাওলানা ইদ্রিছ আনোয়ারী, মাওলানা আব্দুস সাত্তার, মুহাম্মদ আহসানুল আলম, তৌহিদ মুরাদ সুমন, শহীদুল ইসলাম ও এম. শিহাব উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি



















































