নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া »
লোহাগাড়ায় বিভিন্ন কোম্পানির ১২১টি চোরাই মোবাইলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে মোবাইল ফোন পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ ইদ্রিছ (৩৪) উপজেলার পুটিবিলা আদর্শ পাড়ার নুরুল হাসানের ছেলে। এ ব্যাপারে লোহাগাড়া থানায় মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে তিনজনকে। এর মধ্যে এজাহারভুক্ত আসামি ২ জন ও একজন অজ্ঞাতনামা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারমুখী প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১২১টি মোবাইল ফোনসহ মোহাম্মদ ইদ্রিছকে আটক করা হয়। সে মোবাইল ফোনের কাগজপত্র দেখাতে পারেনি। মোবাইল ফোনগুলো কুমিল্লা থেকে লোহাগাড়া উপজেলার চুনতির উদ্দেশ্যে নিয়ে আসা হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে সে। প্রাইভেটকারে তিন ব্যক্তি থাকলেও পুলিশি তল্লাশির সময় দু’জন কৌশলে পালিয়ে যায়।

















































