আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
সোমবার বিকেল ৩ টায় পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এটিএম পেয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ আপামর জনগণের সংগঠন। দীর্ঘ প্রায় ১১ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন। চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশে তিনি উন্নয়নের যে মহাযজ্ঞ করেছেন যা অনেকের কাছে অকল্পনীয়।
সুতরাং ৪ ডিসেম্বরের মহাসমাবেশে শুধু আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসবেন তা নয়।
তিনি আরো বলেন, নেত্রীকে দেখতে চট্টগ্রামে ১০ লক্ষাধিক জনসমাগম হবে আর এতে পলোগ্রাউন্ড মাঠ ছাপিয়ে আশপাশের এলাকাও মহা জনসমুদ্রে পরিণত হবে।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত সদস্য কাজী আবদুল ওহাব,আবুল কাশেম চিশতি, নুরুল মোস্তফা সিকদার, বোরহান উদ্দিন মো. এমরান, আবু আহমদ চৌধুরী জুনু, দেবব্রত দাশ দেবু, ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, এইচএম আবরাহা দুলাল, এস এম আলমগীর চৌধুরী, এরফানুল করিম চৌধুরী, প্রদীপ চক্রবর্তী, আবদুল আলীম, আ.ম.ম দিলসাদ ও ছিদ্দিকুর রহমান ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যা দিলওয়ারা ইউসুফ, ফারহানা আফরিন, মোস্তফা রাহিলা চৌধুরী, রওশন আরা বেগম সুরাইয়া খানম সহ চট্টগ্রাম জেলা পরিষদ অফিসের কর্মচারী কর্মকর্তাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হবে
পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনকালে পেয়ারুল ইসলাম