মহানগর আওয়ামী লীগের বৃক্ষরোপণ
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর ঠান্ডাছড়ি, কূলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, অনন্যা কমিউনিটি সেন্টারে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মানুষের জীবন প্রকৃতিকে নিয়েই আনন্দময় হয়ে উঠে। অথচ জ্ঞাত ও অজ্ঞাতসারে আমরা প্রকৃতিকে হরণ ও নিধন করেছি। একারণেই পৃথিবী আজ মানুষের বাসযোগ্যহীন হয়ে পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণে মহানগর আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রেখেছে।
তিনি বলেন, দায়সারাভাবে বৃক্ষরোপণ করলে চলবে না, রোপিত বৃক্ষের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ শতভাগ নিশ্চিত করার মানসিকতা অর্জন করতে হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, আমি গ্রীন সিটি বির্নিমাণের স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে মেয়র হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেছি। এই সময়কালে চট্টগ্রাম নগরী বৃক্ষশোভিত হয়েছে। নগরীর আইল্যান্ড ও চত্বরগুলোতে বৃক্ষচারাগুলো আজ অনেক পরিণত হয়ে উঠেছে। বৃক্ষরোপণের মাধ্যমে চট্টগ্রাম নগরীকে একটি শ্যামল ভূ-স্বর্গ হিসেবে রচনা করতে চাই।
মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ডের গাজী শফিউল আজিম, ২ নম্বর ওয়ার্ডের ফরিদ আহমদ চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য জাফর আলম চৌধুরী, আবদুল মান্নান, মো. ইয়াকুব, আবদুর শাকুর ফারুকী, জসিম উদ্দিন, শামসুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি