সুপ্রভাত ডেস্ক :
করোনা ভাইরাসের কারণে বহু সিনেমার মুক্তি পিছিয়ে যাওয়ায় অস্কারের আয়োজন পেছানোর কথা ভাবছেন আয়োজকরা। ৯৩ তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হওয়ার কথা ছিল আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি। কিন্তু বেশ কিছু সূত্র জানিয়েছে আয়োজকরা এই আয়োজনের তারিখ পেছানোর কথা ভাবছেন।
তবে এখনও নতুন কোনো তারিখ ঠিক করা হয়নি। এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তও নেয়া হয়নি। অস্কার কর্তৃপক্ষ গত মাসে জানিয়েছে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হচ্ছে অস্কারের। এবছর স্ট্রিমিং সার্ভিসে মুক্তি পাওয়া সিনেমাও অস্কারের মনোনয়ন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
এছাড়াও সাউন্ড মিক্সিং এবং সাউন্ড এডিটিং ক্যাটাগরি দুটির সমন্বয়ে একটি পুরস্কার দেয়া হবে। করোনা ভাইরাসের কারণে সিনেমাহল বন্ধ থাকায় পিছিয়ে গেছে প্রতীক্ষিত বেশ কিছু সিনেমা।
খবর : চ্যানেলআইঅনলাইন’র।
বিনোদন