‘চারকোণার সার্টিফিকেট মানে নয় শিক্ষা, সুশিক্ষিত হও লও প্রগতির দীক্ষা ’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ২ এপ্রিল শহিদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন হয়।
পাঠাগার উদ্বোধন করেন ১১ নম্বর ওয়ার্ড পাঠান পাড়ার ডায়না বিশ্বাস ও জেমস বিশ্বাস।
উদ্বোধন শেষে একটি র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিটাক শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্তু সরকার, শাখাওয়াত হোসেন শান্ত, বর্ষা দেবী, ইমতিয়াজ মিরাজ, মঈনুল হক, এ্যানি সেন, ডেনি বিশ্বাস, প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জয়শ্রী রায়।
সভায় বক্তারা বলেন, পাঠ্য বিষয়ের সঙ্গে সঙ্গে তাদের বহির্জগতের জ্ঞানভা-ার থেকে জ্ঞান আহরণেরও চেষ্টা করতে হবে। শিক্ষা এমন একটি মহৎ বিষয়। একটি দেশের নাগরিকরা যদি যথাযথভাবে শিক্ষাপ্রাপ্ত হয়, তাহলে তারা তাদের সমস্যাসমূহকে অতিক্রম করতে পারে এবং জরুরি অবস্থার মোকাবিলা করতে পারে।
বক্তারা আরো বলেন, বর্তমান যুব সমাজ অল্প বয়স থেকে কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পড়ছে। ইভ টিজিং, ধর্ষণ নানারকম অপরাধ মূলক কর্মকা-ের সাথে জড়িত হয়ে পড়ার কারণে তাদের মধ্যে নৈতিক অবক্ষয় ঘটছে যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। বিজ্ঞপ্তি