সুপ্রভাত ডেস্ক
ভারতে পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে এক রেল দুর্ঘটনায় বেশ কিছু যাত্রী হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে, গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ট্রেনটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় এবং এর ১২টি বগি উল্টে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবর দিচ্ছে, এতে অন্তত পাঁচ জন নিহত এবং ৪৫ ব্যক্তি আহত হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রাথমিকভাবে রেল লাইনের ত্রুটিকে এই দুর্ঘটনার কারণ হিসেবে বলা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, বহু যাত্রী এখনও ট্রেনের কামরায় আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দ্যা ওয়াল ডট ইন ওয়েবসাইট জানাচ্ছে, ময়নাগুড়ির দোমাহনি এলাকায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, হঠাৎ বিকট শব্দে কামরাগুলো লাইন থেকে পড়ে যায়। এসময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
সূত্র : বিবিসি বাংলা