ভিবিডির বৃক্ষরোপণ কর্মসূচি
‘মানবজাতির অস্তিত্ব নির্ভর করে বৈশ্বিক পরিবেশের ভারসাম্যের উপর। কিন্তু পরিবেশের এই ভারসাম্য প্রতিনিয়তই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মানুষের ক্ষতিকর কর্মকা-ের কারণে। তাই সবাইকে পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে’।
ভলান্টিয়ার ফর বাংলাদেশের বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সারা বাংলাদেশে ২০২১টি বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ভিবিডি-চট্টগ্রাম জেলার বৃক্ষরোপণ কর্মসূচি আরম্ভ হয় গতকাল সকাল ৯টায়।
কর্মসূচিতে মোট ৬৩ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবকরা নগরীর লালখান বাজার ওয়ার্ডস্থ টাংকির পাহাড়ে ধস প্রতিরোধে সাহায্য করতে ৪০টি বৃক্ষরোপণ করেন।
কর্মসূচি শেষে বক্তব্য রাখেন ভিবিডি-চট্টগ্রাম জেলার বিভাগীয় জেনারেল সেক্রেটারি মো. জিয়াউল হক, এলামনাই সদস্য মো. কাউসার হোসেন, গোলাম ইসহাক খান, বর্তমান ডিস্ট্রিক্ট বোর্ড প্রেসিডেন্ট মো. মুদ্দাছের হোসাইন প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন কমিটি সদস্য সাইফুল ইসলাম এবং সুমি আক্তার।
কর্মসূচিতে বক্তারা পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি