পরিবেশ ও বিজ্ঞান : ছায়াপথ ও ছাঁকন

সাধন সরকার :

 

ছায়াপথ :

আমরা পৃথিবী নামক এই ছোট্ট গ্রহে বাস করছি। সৌরজগতে আমাদের পৃথিবীসহ মোট আটটি গ্রহ আছে। কোনো কোনো গ্রহের সাথে আছে আবার অনেক উপগ্রহ। এগুলো সূর্য নামক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। গ্রহ-উপগ্রহ আর সূর্যকে নিয়ে যেমন সৌরজগৎ বা এমন নক্ষত্রব্যবস্থা গড়ে উঠেছে ঠিক তেমনি এমন অসংখ্য নক্ষত্রম-লী নিয়ে গঠিত হয়েছে ছায়াপথ। গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তেমনি নক্ষত্রগুলোও ছায়াপথে তাদের আপন কক্ষপথে ঘুরছে। তারাভরা রাতের আকাশের মধ্য দিয়ে এক দিগন্ত থেকে আরেক দিগন্তে আলোর এক সরু অস্পষ্ট কুয়াশার মতো ধারা দেখা যায়। এটিই হলো ছায়াপথ বা মিল্কিওয়ে। একে আবার আকাশগঙ্গা ছায়াপথও বলা হয়ে থাকে। আমাদের সূর্য এই আকাশগঙ্গা ছায়াপথেরই নক্ষত্র। এর আবার অনেকগুলো নাম আছে। যেমন; সুরগঙ্গা বা স্বর্গগঙ্গা।

ছাঁকন :

মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করতে পানি বিশুদ্ধকরণ করা হয়। পানি বিশুদ্ধকরণের একটি প্রক্রিয়া হলো ছাঁকন। ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়ায় হলো ছাঁকন। পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করা যায়। তবে মনে রাখা দরকার, এই প্রক্রিয়ায় পানি পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত করা সম্ভব নাও হতে পারে। তাই নিরাপদ ও বিশুদ্ধ পানির জন্য পানি ফুটিয়ে জীবাণুমুক্ত করাই উত্তম।