মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গাছ মানুষের পরম বন্ধু। মানুষ ও অন্যান্য প্রাণী গাছের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ব্যাপকভাবে গাছ লাগানো কর্মসূচি শুরু করেছিলেন। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তিনি বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান। পরিবেশ না বাঁচলেতো আমরাও ভালভাবে বাঁচতে পারবো না। মানুষ প্রকৃতির সন্তান। প্রকৃতিকে ভালোবাসা আমাদের দায়িত্ব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন। ডা. শাহাদাত হোসেন বলেন, এখন বর্ষাকাল। গাছের চারা রোপণের উপযুক্ত সময়। তাই সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনায়, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কপথ ও খালি জায়গায় প্রচুর পরিমানে ফলদ, বনজ ও ওষুধি গাছ রোপণ করে সামাজিক বনায়ন সৃষ্টি করতে হবে। বৃক্ষ মানুষের কত উপকার করে তা বলে শেষ করা যাবে না। এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করতে বৃক্ষের ভূমিকা অনেক। বনাঞ্চল না থাকলে পৃথিবী হয়ে ওঠত মরুভূমি এবং মানুষের অস্তিত্ব হতো বিপন্ন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষ নিধন নয়, বৃক্ষরোপণই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তাই আসুন গাছ লাগাই, গাছের পরিচর্যা করি এবং পরিবেশ রক্ষায় সচেষ্ট হই। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়–য়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম.এ আজিজ, কৃষক দল চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এম.এ হালিম, কামরুল ইসলাম, দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল, ইদ্রিস আলী, সৈয়দ মোস্তফা আলম মাসুম, খোরশেদ আলম কুতুবী, আবদুল জলিল, আসাদুর রহমান টিপু, মোহাম্মদ সালাউদ্দীন, আনোয়ার হোসেন জুনু, কামাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর